মোবাইল ফোন নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোনের ওপর সিম বিক্রিতে যে নিষেধাজ্ঞা ছিল, তা আংশিকভাবে প্রত্যাহার করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সরকারি এ সংস্থাটি গ্রামীণফোনকে অব্যবহৃত সিম বিক্রির সুযোগ দিয়েছে। তবে নতুন সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ফলে গ্রামীণফোন নতুন সিম বিক্রি করতে পারবে না।