Friday , December 13 2024
Breaking News

ইতালিতে আকস্মিক বন্যায় ১০ জনের মৃত্যু

ভারি বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে পড়েছে ইতালির মধ্যাঞ্চল। ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন অনেকে। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

সংবাদমাধ্যম ইউরো নিউজের খবরে বলা হয়, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে দুই থেকে তিন ঘণ্টার মধ্যে ইতালির মার্চে অঞ্চলের পেসারো এবং আনকোন প্রদেশে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন, নিখোঁজ আছেন অনেকে। উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভয়াবহ এ বন্যায় রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

তারা জানান, সবকিছুই খুব দ্রুত হয়ে গেছে। দুর্ভাগ্যবশত অনেকে প্রাণ হারিয়েছেন। এখানে অনেক স্বেচ্ছাসেবীরা আছেন যারা আমাদের সহযোগিতা করছেন। তবে আমাদের আরও সহায়তা প্রয়োজন। 

আরও পড়ুন: পাকিস্তানে বন্যা: বৈশ্বিক উষ্ণায়ন কতটা দায়ী 

আবহাওয়াবিদরা বলছেন, সাধারণত এক বছরে যে পরিমাণ বৃষ্টি হয়ে থাকে, এটি তার এক-তৃতীয়াংশ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এ বন্যা হয়েছে, যার পূর্বাভাস দেয়া সহজ ছিল না। 

আকস্মিক বন্যার এ ঘটনায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। এদিকে ইতালির কান্টিয়ানো, বন্দর নগরী সেনিগাল্লিয়াসহ বিভিন্ন জায়গায় পানি নেমে যাওয়ার পর পরিষ্কারের কাজে নেমে পড়েছেন বাসিন্দারা। তাদের সাহায্য এগিয়ে এসেছে স্থানীয় কর্তৃপক্ষ।মৃত্যুইতালিবন্যাবন্যা পরিস্থিতিআকস্মিক বন্যাইতালিতে বন্যাবন্যায় মৃত্যু

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.