Sunday , December 22 2024
Breaking News

উন্নয়নের পথে বাধা কারা তাদের খুঁজে বের করতে হবে : ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, উন্নয়নের জন্য আমাদের সন্তানদের মেধাবী ও প্রশিক্ষিত হওয়া দরকার। আমাদের শিশুরা বিপথগামী হচ্ছে কিনা সেদিকে নজর রাখা অত্যন্ত জরুরি। উন্নয়নের পথে বাধা কারা তাদের খুঁজে বের করতে হবে। অন্যথায় পাবনার উন্নয়ন ব্যাহত হবে। 

এ সময় তিনি দলমত নির্বিশেষে সকল সংগঠনকে একত্রিত হয়ে ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সন্ত্রাস ও মাদক মুক্ত দেশ গড়তে পাবনাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।শনিবার জাতীয় সংসদের এলডি হলে উত্তরা পাবনা সোসাইটি, ঢাকা আয়োজিত পাবনার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

সভায় সভাপতিত্ব করেন উত্তরা পাবনা সোসাইটির সভাপতি অধ্যাপক ড. আমিন উদ্দিন মৃধা। 

এ সময় বক্তব্য রাখেন গোলাম ফারুক প্রিন্স এমপি, মো. নুরুজ্জামান এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, নাট্যকার বৃন্দাবন দাস, ড. মজিবুর রহমান, কর্নেল (অব.) রশীদুজ্জামান, কৃষিবিদ ড. জয়নুল আবেদীন, ডিআইজি মোজাম্মেল হক, অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, মো. আশরাফুল আলম প্রমুখ।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.