ফেসবুকের পর এবার হোয়াটসঅ্যাপও নিয়ন্ত্রণ করছে বিজেপি। এমন অভিযোগ করেছেন ভারতীয় বিরোধীদল কংগ্রেসের নেতা ও সাংসদ রাহুল গান্ধী। আর এই অভিযোগে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গের কাছে চিঠিও দিয়েছে তারা। খবর এই সময়ের।
মার্ক জাকারবার্গকে এ বিষয়ে চিঠি লিখেন কংগ্রেসের সাধারণ সচিব কে সি ভেনুগোপাল। এরআগে বিজেপির ফেসবুক নিয়ন্ত্রণ নিয়ে অভিযোগ জানিয়ে চিঠি লিখেছিল কংগ্রেস।
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকে বিজেপি কর্মীদের বিরুদ্ধে কোন ধরণের ‘কমিউনিটি গাইডলাইন বিরোধী আইন’ প্রয়োগে ফেসবুকের ভারতীয় অফিসের কর্মীদের বাধা প্রদান করে ফেসবুকের ভারতীয় অঞ্চলের লিগ্যাল কর্মকর্তা আঁখি দাস। এর কারণ হিসেবে বলা হয় ফেসবুকে বিজেপির ব্যবসায়ীর বিনিয়োগ এসব কাজে বাধা তৈরি করতে পারে, ফলে ভারতে ফেসবুকের ব্যবসায়ীক কার্যক্রম ক্ষতিগ্রস্থ হবে।
ভেনুগোপাল অভিযোগ করেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতে আর্থিক লেনদেন চালু করতে চান জাকারবার্গ। এই কারণেই বিজেপিকে ফেসবুক-হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণ করতে দেওয়া হচ্ছে।