Friday , September 13 2024
Breaking News

কখন ভোর ছয়টা, কখন সন্ধ্যা ছয়টা, কিছুই বুঝে উঠতে পারি না: পরীমনি

সন্তান জন্মের পর থেকে তাকে ঘিরে বাবা শরীফুল রাজ ও মা পরীমনির প্রতিটি দিন কাটছে আনন্দ, উন্মাদনায়। প্রতিটি দিনই তাঁদের জন্য নতুন নতুন অভিজ্ঞতা। গত শনিবার ছেলে রাজ্যের বয়স এক মাস পূর্ণ হয়েছে। দিনটি উদ্‌যাপন করতে ভোলেননি তাঁরা। তাই মাসপূর্তির দিনটি কেক কেটে পালন করেছেন রাজ ও পরী। কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করে পরীমনি লিখেছেন, ‘আমার ছেলের বয়স এক মাস হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হ্যাপি ওয়ান মান্থ, বাজান। ধন্যবাদ রাজ।’

প্রথম আলোকে পরীমনি বলেন, ‘রাতে রাজ কেক ও ফুল নিয়ে বাসায় এল। আমি, রাজ ও রাজ্য মিলে কেক কাটলাম। বাবুর বয়স এক মাস পূর্ণ হওয়ার জন্য রাজ আমার হাতে ফুল তুলে দিল। ওই সময়টা ছবি তুলে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করতে ফেসবুকে শেয়ার করেছি।’ ঢালিউডের এই নায়িকা জানান, রাজ্যের জন্য একটা ছবির অ্যালবাম বানাচ্ছেন তিনি। বললেন, ‘জন্মের প্রথম দিন থেকে যত ছবি আছে রাজ্যের এবং সামনে আরও যত ছবি তুলব—সব ছবি নিয়ে একটা বড় অ্যালবাম করব। রাজ্য বড় হয়ে দেখবে, ছবিতে তার জন্ম থেকে বড় হয়ে ওঠার দিনগুলো। সে সময় হয়তো অনেক মজা পাবে সে।’

রাজ্যকে নিয়েই এখন পরীর যত ব্যস্ততা। রাজ্যের সঙ্গেই যেন পরী তাঁর জীবনের শিডিউল মিলিয়ে নিয়েছেন। বললেন, ‘একটি টেবিলঘড়ি সামনে রেখেছি। বাবু যখন ঘুমায়, আমিও তখন ঘুমাই। বাবু যখন জাগে, আমিও জাগি। কখন ভোর ছয়টা, কখন সন্ধ্যা ছয়টা, কিছুই বুঝে উঠতে পারি না। ২৪ ঘণ্টাই তার সঙ্গে সময় কাটে আমার। সবার দোয়ায় খুব সুন্দর, সুস্থতার মধ্য দিয়েই আমার সন্তান বেড়ে উঠছে।’
এদিকে শুটিং মিস করলেও কাজে ফিরতে তাড়াহুড়ো নেই পরীর। তিনি বললেন, ‘একসময় তো কাজ করবই। তবে কাজে ফিরতে আমার কোনো তাড়াহুড়ো নেই। কারণ, রাজ্য আমার জীবন। তাকে রেখে তো আমি এখনই কাজে ফিরতে পারব না। যখন উপযুক্ত সময় মনে হবে, তখনই ফিরব। আমার ইচ্ছা আছে, আরও ছয় মাস পর জিমে ভর্তি হব। নিজেকে ঠিকঠাক করে, উপযুক্ত হয়েই কাজে ফিরব।’

সন্তান পেটে আসার পর থেকে কয়েকটি সিনেমার শুটিং শেষ করতে পারেননি পরীমনি। তবে ছবিগুলোর পরিচালক, প্রযোজকদের কাছে কৃতজ্ঞ তিনি। পরী বলেন, ‘বছর পার হতে চলল, আমার কারণে কিছু কাজের শুটিং আটকে আছে। তারপরও পরিচালকেরা আমাকে সহযোগিতা করছেন। তাঁরা আমাকে বলেছেন, সুস্থ স্বাভাবিক হয়েই যেন আমি শুটিংয়ে ফিরি। এ ব্যাপারে তাঁদেরও কোনো তাড়া নেই।’

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.