Wednesday , September 11 2024
Breaking News

কনক চাঁপার শুভ জন্মদিন

আজ জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপার শুভ জন্মদিন। ১৯৬৯ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। সংগীতাঙ্গনে অসংখ্য গান উপহার দিয়ে মানুষের মন জায়গা করে নিয়েছেন এই গুণী শিল্পী।

বাংলা সংগীতের উজ্জ্বল এই নক্ষত্রের পুরো নাম রোমানা মোর্শেদ কনক চাঁপা। পাঁচ ভাইবোনের মধ্যে বাবা মায়ের তৃতীয় সন্তান তিনি।

আরও পড়ুন: শাকিবের নায়িকা হওয়া নিয়ে যা বললেন মাহি

গানকে ভালোবেসে সংগীত জীবনে প্রথম পারফর্ম করেন ১৯৭৮ সালে। ওই বছরই প্রথমবার টিভিতে পারফর্ম করার পাশপাশি বিটিভির  শিশুশিল্পী হিসেবে ‘নতুন কুঁড়ি’র চ্যাম্পিয়ন হন। এরপর টানা ৩ বছর ‘জাতীয় শিশু প্রতিযোগিতা’র চ্যাম্পিয়নশিপ জয়ী হন এই গানের পাখি।

ক্যারিয়ারের দীর্ঘ ৩৭ বছরের জীবনে সাড়ে তিন বছরের বেশি গানে কণ্ঠ দিয়েছেন। দুই হাজারেরও অধিক ছবিতে তার গাওয়া গান রয়েছে যাতে জনপ্রিয় নায়িকারা ঠোঁট মিলিয়েছেন।

তার প্রকাশিত গানের অ্যালবামের সংখ্যা প্রায় ৪০টি।  দর্শক মাতিয়েছেন ৪ হাজারেরও বেশি স্টেজ শো করে। বাংলাদেশের শ্রেষ্ঠ নারী প্লেব্যাক কণ্ঠশিল্পীর নামের কথা আসলে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের পরেই আসে তার নাম।

তিনবার জাতীয় চলচ্চিত পুরস্কার ছাড়াও অসংখ্য সম্মান ও পুরস্কারে ভূষিত হন তিনি। ব্যক্তিগত জীবনে বিয়ে করেন সংগীত অঙ্গনের আরেক উজ্জ্বল নক্ষত্র মিউজিক ডিরেক্টর ও কম্পোজার মইনুল ইসলাম খানকে।

আরও পড়ুন: ভুয়া ‘সালাহউদ্দিন লাভলু’ গ্রেফতার

গানের পাশাপাশি লেখালেখির জগতেও রয়েছে তার সমান দক্ষতা। অমর একুশে বইমেলায় এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি। স্থবির যাযাবর, মুখোমুখি যোদ্ধা, মেঘের ডানায় চড়ে নামের বই লেখার মাধ্যমে লেখক হিসেবেও সুখ্যাতি অর্জন করেছেন কনক চাঁপা।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.