বিশ্বজুড়ে থামছেই করোনাভাইরাসের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও প্রায় ৬ হাজার প্রাণ কেড়ে নিল এই ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৬৭ হাজারের মতো। এ নিয়ে বিশ্বে কোভিড-১৯ এ মোট মৃত্যু ৮ লাখ ৩৫ হাজারের বেশি। মোট আক্রান্ত ২ কোটি ৪৬ লাখ মানুষ।
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ ১১শ’র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি ১ লাখ ৮৫ হাজারের মতো। আক্রান্ত সাড়ে ৬০ লাখ।
প্রায় ১১শ’ মৃত্যুতে ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৬২ হাজার ছুঁইছুঁই। রোগী শনাক্তে এদিনও শীর্ষে ছিল দেশটি। রেকর্ড ৭৭ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড ১৯।
একদিনে প্রায় এক হাজার মানুষ মারা গেছে ব্রাজিলে। মোট মৃত্যু এক লাখ ১৯ হাজারের কাছাকাছি। আক্রান্ত পৌনে ৩৮ লাখের মতো।
এছাড়া এখন পর্যন্ত ৬৩ হাজারের মতো মৃত্যু রেকর্ড হয়েছে মেক্সিকোতে।