দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজের ধরন জানতে চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। দেশে দুর্নীতি প্রতিরোধ সহায়তায় দুপক্ষের মধ্যে খুব গুরুপূর্ণ আলোচনা হয়েছে। প্রয়োজনীয় দ্বিপাক্ষিক সহায়তা করার কথাও জানিয়েছেন পিটার ডি হাস।
বুধবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত। পরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এসব তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন: সাত বছর পর অভ্যন্তরীণ মহাপরিচালক পেল দুদক
দুদক সচিব বলেন, দুদকের কার্যক্রম গতিশীল করতে তার সঙ্গে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূতের দুদকে এটাই প্রথম সাক্ষাৎ।
তিনি আরও বলেন, ফরেনসিক ল্যাব তৈরি করেছে দুদক, সেখানে তারা টেকনিক্যাল সহায়তা করার কথা জানিয়েছে।
আগামী ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন কনফারেন্স অনুষ্ঠিত হবে। সেখানে দুদককে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে সচিব বলেন, আইনি সহায়তার পাশাপাশি দুদকের কাজ কীভাবে হয় সেটাও তারা (পিটার ডি হাস) জানতে চেয়েছেন।