Tuesday , October 8 2024
Breaking News

কাদেরকে ‘বেইমান’ বললেন শিল্পী মমতাজ?

কণ্ঠশিল্পী মমতাজ বেগম। একাধারে তিনি একজন সংসদ সদস্য। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব থাকেন তিনি। প্রায়ই ফেসবুকে ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি এসব নিয়ে নানা রকম পোস্ট করেন এই পপ সম্রাজ্ঞী।

সম্প্রতি কণ্ঠশিল্পী আসিফ আকবরের ছেলের বিয়ের দাওয়াত না পেয়ে হতাশায় একটি ‘মজাদার’ পোস্ট করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হয়।


ফেসবুকে মমতাজ লেখেন, ‘হায়রে রাজনীতি! আজকে যদি এমপি না হতাম, তাহলে একটা বিয়ের দাওয়াত খেতে পারতাম।’ সেই সঙ্গে কান্নার ইমোজিও জুড়িয়ে দেন এই গায়িকা।


মমতাজের সেই পোস্টের কমেন্টে আসিফ লেখেন, ‘প্রিয় মম (মমতাজ এমপি), তুমি আমি সেরা পারিবারিক বন্ধু। এখানে কোনদিনই রাজনীতি প্রবেশের সুযোগ নেই। মাত্র চারদিন সময় পেয়েছি ছেলের বিয়ের জন্য। সবকিছুই হুট করে হয়ে গেছে। তোমাকে কন্টাক্ট করার মত সরাসরি যোগাযোগের ব্যবস্থা আমার কাছে নাই। তবে তোমাকে মন থেকে ফিল করেছি। আমি তোমার সবসময়ের বন্ধু। একদিন সময় দাও বাচ্চাদেরসহ। আমরা বাসায় তোমার সারাজীবন দাওয়াত।’

এবার এক ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন এমপি মমতাজ। সোমবার (১৭ অক্টোবর) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে মমতাজ লিখেন, ‘আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি।’


কাদেরকে ‘বেইমান’ বললেন, মমতাজ তা রহস্য রেখে দিয়েছেন। তবে সেই রহস্য ভেদ হোক বা না হোক, মমতাজের শুভাকাঙ্ক্ষিরাও মন্তব্যে ‘আলহামদুলিল্লাহ’ লিখছেন।


ওইদিনই ফেসবুকের আরেক স্ট্যাটাসে মমতাজ লিখেন, ‘সাপ পালছিলাম দুধ দিয়া।’ অনেকের প্রশ্ন করেছেন, ‘কে এই সাপ’।


সেই স্ট্যাটাসের কমেন্ট বক্সে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, ‘দিন শেষে যে পালে তার দোষ।’

বিনোদন

গান

মমতাজ

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.