এক মাস ছয় দিন কারাভোগ শেষে স্বদেশে ফিরেছে ৩১ ভারতীয় জেলে। অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে এক মাস ছয় দিন কারাভোগ করেন তাঁরা। এরপর আজ শনিবার দুপুরে আদালত মুক্তি দিলে নিজের দেশে ফিরে যান জেলেরা।
জানা যায়, আদালত ৩১ জেলেকে মুক্তি দিলে মোংলা থানা পুলিশ কাগজপত্র যাচাই করে খুলনার ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি প্রভাত মারদার কাছে হস্তান্তর করে। পরে ভারতের চব্বিশ পরগনা জেলায় রওনা হন তাঁরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেল সুপার এস এম কামরুল হুদা ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান প্রমুখ।
এর আগে গত মঙ্গলবার তিন মাস চার দিন কারাভোগ শেষে মুক্তি পায় ১৩৫ জেলে। তাঁরা আটটি ট্রলারে দেশে ফেরেন।