আগের দিন শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৩৪ জন, সেই হিসেবে এক দিনের ব্যবধানে রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।
নতুন রোগীদের মধ্যে ৩৮ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। বাকি ৫ জনের মধ্যে নরসিংদীতে দুইজন এবং গাজীপুর, কক্সবাজার ও কুষ্টিয়া জেলার ১ জন করে শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার ৩২৮ জনের নমুনা পরীক্ষা করে এই ৪৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৯৯ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৭৯ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৭০০ জন। মৃত্যুর মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ১৩১ জন রয়েছে।