Monday , September 16 2024
Breaking News

গর্ভবতী অনুষ্কাকে রেখেই ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন বিরাট

আগামী বছরের শুরুতেই বাবা হতে চলেছেন বিরাট কোহলি (Virat kohli)। জানুয়ারি মাসেই কোহলি এবং অনুষ্কার জীবন আসছে নতুন সদস্য। কয়েকদিন আগেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভক্তদের জানিয়েছেন অনুষ্কা এবং বিরাট নিজেই। প্রথমবার বাবা হতে চলায় খুবই খুশি ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই খুশির ছাপ দেখা যাচ্ছে বিরাট কোহলির চোখে মুখে। কিন্তু বাবা হওয়ার থেকেও বিরাট কোহলির কাঁধে রয়েছে আরও বড় দায়িত্ব, সেটা হল দেশের দায়িত্ব।

দেশের প্রতি নিজের দায়িত্বকেই প্রাধান্য দিচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর সেই কারণেই বছরের শেষে গর্ভবতী অনুষ্কাকে দেশে রেখেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বিরাট কোহলি বরাবরই তার ব্যক্তিগত জীবনের থেকে বেশি প্রাধান্য দিয়েছেন ক্রিকেট খেলাকে।

বিরাট কোহলি বোঝেন ভারতীয় দলের জার্সি গায়ে চাপানোর দায়িত্ববোধ এবং মূল্য। আর সেই কারণেই 18 বছর বয়সে বাবাকে হারানোর পরই ব্যাট হাতে তিনি নেমে পড়েছিলেন 22 গজে। আর এবারও তিনি যখন বাবা হতে চলেছেন তখনও তিনি নিজের পরিবার থেকে ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। জানা গিয়েছে ডিসেম্বরে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন বিরাট কোহলি। এখনো পর্যন্ত তিনি ছুটি চেয়ে কোন আবেদন করেননি বিসিসিআই এর কাছে।

About Banglar Probaho

Check Also

দেশে আসছেন না সাকিব, অস্ট্রেলিয়া থেকে যাবেন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময় আজ দিনগত রাতেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল …

Leave a Reply

Your email address will not be published.