Friday , September 13 2024
Breaking News

চট্টগ্রামের পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে তেলের ট্যাংক বিস্ফোরণে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরের পতেঙ্গার লালদিয়ার চর এলাকায় ১৪ নম্বর ঘাট এলাকায় বেসরকারি ইনকনট্রেড লিমিটেডের ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে তেলের ট্যাংক বিস্ফোরণে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডিপোতে কনটেইনার পরিবহনের কাজে নিয়োজিত একটি লরিতে ওয়েল্ডিং করার সময় গাড়ির তেলের ট্যাংক বিস্ফোরণে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের একজন প্রাইম মোভারের গাড়ি চালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অপরজন ওই কন্টেইনার ডিপোর কর্মী। আর আহতরা হলেন আমিন হোসেন (৩২), রবিউল আলম (৩০) এবং জোবায়ের (২৬)। আহতদের চমেক হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, ‘লালদিয়ার চর সংলগ্ন ১৪ নম্বর ঘাটের কাছে ইনকনট্রেন্ড কন্টেইনার ডিপোর গ্যারেজে একটি লং ভেহিক্যাল (লরি) গাড়ির ডিজেল তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ থেকে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু ও তিনজন আহত হন। 

আহত তিনজনের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরণে পুড়ে যাওয়া তিনজনের মরদেহ উদ্ধার করেছে।’

ইনকনট্রেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহসিন সরকার বলেন, ‘ডিপোর ভেতরে ওয়ার্কশপের খোলা জায়গায় এ দুর্ঘটনা ঘটে। গাড়ির ওই ট্যাংকের ভেতরে পুরোপুরি পরিষ্কার না করায় হয়তো কিছু তেল থেকে গিয়েছিল। ওয়েল্ডিংয়ের সময় সেখান থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। হতাহতরা সবাই আমাদের প্রতিষ্ঠানের কর্মী।’

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.