পরিকল্পনাহীন ক্রিকেটেই ডুবছে বাংলাদেশ। ব্যাটারদের টানা ব্যর্থতার কারণ চাপ নিতে না পারা আর আত্মবিশ্বাসের ঘাটতি। আফগানিস্তানের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে যা প্রকট হয়েছে আরও। ফলে কাজে লাগছে না কোনো টোটকা, মত সাবেক ক্রিকেটারদের। তবে পেসারদের ইতিবাচক পারফরম্যান্সে স্তুতি ঝরল তাদের কণ্ঠে।
বিশ্বকাপের আগে দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের। যার প্রথমটিতে আফগানিস্তানের বিপক্ষে শোচনীয়ভাবে হেরেছে টাইগাররা। অথচ প্রস্তুতি ম্যাচের আগে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, দল প্রায় প্রস্তুত। তিনি বলেন, ‘দল একটা সেটেলমেন্টের মধ্যে চলে এসেছে। আশা করি প্রস্তুতি ম্যাচ থেকেই আমরা ফুল সেটআপে যেতে পারব।’
ব্রিসবেনের দুই ম্যাচ দিয়ে নাকি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি সারবে টিম টাইগার। ফিরে পাবে আত্মবিশ্বাস। কথার এমন ফুলঝুরি বিসিবি কর্তা-ক্রিকেটারদের মুখে শোনা গেলেও, মাঠে তার প্রতিফলন দেখা যায়নি। আফগানদের বিপক্ষে এমন হারের পর সুতোয় ঝুলে গেছে সব। বন্ধ হয়ে গেছে মুখ।
টানা হারে তলানিতে দলের মানসিকতা। পারফরম্যান্স বলছে মিরাকল কিছু না ঘটলে তাসমান সাগরপাড়েও ভরাডুবি আসন্ন। নামিবিয়া, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে খেলছে কী দুর্দান্ত ক্রিকেট। অথচ বাংলাদেশের খেলা দেখলে মনে ভর করে অস্বস্তি। কেন ব্যর্থতার ঘেরাটোপে বন্দি বাংলাদেশ। সমস্যাটা কোথায়?
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ বলেন, ‘এমন নয় যে, আমাদের সেই টেকনিক বা তাগিদটা নেই। অবশ্যই স্ট্রাইকটা রোটেট করে খেলতে হবে। আমরা যদি ৪টা, ৫টা করে সিঙ্গেলস নিই আর একটা করে চার বা ছয় মারি, সে সামর্থ্য তো বাংলাদেশের রয়েছে। আমার মনে হয়, আমাদের এটা নিয়েই কাজ করা উচিত। সবসময় বড় শট খেলার চেষ্টা করা বা ছয় মারতে চাওয়াটা যথেষ্ট নয়। এখানে রানিং বিটুইন দ্য উইকেট, রোটেটিং দ্য স্ট্রাইকের ক্ষেত্রে আমরা কতটা সজাগ জানি না, কিন্তু আমাদের সজাগ হতে হবে।’
তবে ব্রিসবেনের প্রস্তুতি ম্যাচে তিন পেসার হাসান-তাসকিন-মোস্তাফিজ ছিলেন তুলনামূলক সফল। আফগান ম্যাচে প্রাপ্তি বলতে অতটুকুই।
বিসিবির পেস বোলিং কোচ মাহবুব আলী জ্যাকি বলেন, ‘ডেফিনেটলি ইউনিট হিসেবে তাদের গেমপ্ল্যান ভালো। এখন তাদের ভালো খেলতে হবে, যেহেতু তারা অনেক ম্যাচিউরড। টিমে অনেক ভালো ভালো সিনিয়র খেলোয়াড় আছে, অভিজ্ঞ খেলোয়াড় আছে। একটা ইউনিট হিসেবে যদি আমরা কাজ করি, সব পারফর্মারের অভিজ্ঞতাটা যদি কাজে লাগাতে পারি , আমরা ভালো কিছু করতে পারব।’
বুধবার (১৯ অক্টোবর) দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। সেখানেও তেমন কোনো আশার আলো না থাকলেও লাইনআপ ঠিক করে নেয়ার শেষ সুযোগ।