গাজীপুরের টঙ্গীতে ডেসটিনি গ্রুপের পরিত্যক্ত একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ওই গুদামে আগুন লাগে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইকবাল আহমেদ সময় সংবাদকে জানান, সকাল ৯টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার পরিত্যক্ত একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ও উত্তরার ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, আগুনে মেশিনপত্র, প্রসাধনী, ফুড সাপ্লিমেন্ট ও ইলেকট্রনিকস সামগ্রীসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।আগুনফায়ার সার্ভিসগাজীপুর