শাহপরীর দ্বীপ ও কেরুনতলির প্যারাবন এলাকায়ে এ দুই অভিযান চালানো হয়।
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৮৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, টেকনাফের নাফনদী সংলগ্ন শাহপরীর দ্বীপ ও কেরুনতলি নাফনদীর প্যারাবন এলাকায়ে এ দুই অভিযান চালানো হয়।
আটক খায়রুল আমিন (২৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং গ্রামের বাসিন্দা কামাল হোসেনের ছেলে।
খন্দকার মুনিফ তকি জানান, ভোররাতে নাফনদী সংলগ্ন শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় বস্তা হাতে এক যুবককে দেখে কোস্ট গার্ড সদস্যরা সংকেত দেন। এ সময় ওই যুবক দৌড়ে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হন।
“এ সময় হাতে থাকা বস্তা তল্লাশি করে ৭০ হাজার ইয়াবা পাওয়া যায়।”
এই কোস্ট গার্ড সদস্য আরও জানান, একইদিন ভোররাতে কেরুনতলির নাফনদীর প্যারাবনে এক ব্যক্তিকে দেখতে পান কোস্ট গার্ড সদস্যরা। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা থামাতে বলেন। কিন্ত তিনি প্যারাবনের ভেতর দিয়ে পালিয়ে যান।
“পরে প্যারাবন এলাকায়ে তল্লাশি চালিয়ে একটি কালো রংয়ের ব্যাগ পান এবং তাতে ১৪ হাজার ইয়াবা পাওয়া যায়।”