ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত) পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ৪৪০ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের দিন ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছিল। আর ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতির তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালগুলোয় নতুন রোগী ভর্তি হয়েছেন ২৭৯। আগের দিন ঢাকার হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৪৯১। সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে ৪০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এত দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ঢাকায় অনেক বেশি ছিল। কিছুদিন ধরে ঢাকার বাইরের বিভিন্ন জেলায়ও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।
এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৩৫ হাজার ২৬২। এর মধ্যে ঢাকায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৩৭২ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ১০ হাজার ৮৯০ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১২৮ জন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ৭৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় ৫৫ জন। চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ জনের, আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১৭০ জন। গত সেপ্টেম্বরে দেশে ৯ হাজার ৯১১ জন আক্রান্ত মানুষের মধ্যে ৩৪ জন মারা গিয়েছিলেন। এ বছর এখন পর্যন্ত ৩১ হাজার ৫৯৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।