ধারের অভাবে নামের ভার হারিয়ে জাতীয় দলে অনেকটাই ব্রাত্য হয়ে পড়ছেন মুস্তাফিজুর রহমান। একসময় কাটার, অফকাটার, ইয়র্কারে ব্যাটারদের বোকা বানানো ফিজ নিজেই কেমন যেনো মুষড়ে গেছেন।
প্রতিপক্ষ ভয় পাওয়া তো দূরের কথা উল্টো মুস্তাফিজের বলকে সীমানাছাড়া করার জন্যই হয়তো মুখিয়ে থাকে। এশিয়া কাপের বাজে ফর্মের পর ত্রিদেশীয় সিরিজেও দেখা নেই সেই চেনা মুস্তাফিজের। সাতক্ষীরা এক্সপ্রেস হিসেবে পরিচিত এই পেসার পাকিস্তানের বিপক্ষে চার ওভারে দিয়েছেন ৪৮ রান। যেটা কোনোভাবেই কাঙিক্ষত নয়। অনেকেই এমন ফর্মের পরও মুস্তাফিজ কেনো দলে জায়গা পাচ্ছেন সেই প্রশ্নও তুলছেন।
এমন হতাশার মাঝেই আশার কথা শোনালেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের অন্যতম সদস্য হাবিবুল বাশার সুমন। তার বিশ্বাস মুস্তাফিজ অচিরেই চেনা ছন্দে ফিরবেন।
সেই সাথে বাশার আরও দাবি করেছে, মুস্তাফিজই নাকি টি-টোয়েন্টিতে টাইগারদে সেরা পেস বোলার।
যদিও বাশার এও জানিয়েছেন যে, মুস্তার সাম্প্রতিক ফর্ম নিয়ে তারা অনেকটা চিন্তার মধ্যেই আছেন।