নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন বলে হাসপাতালের চিকিৎসক ও গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।
অনডো রাজ্য পুলিশের মুখপাত্র ফুনমিলাইও ইবুকুন ওদুনলামি জানান, বন্দুকধারীরা গির্জা ভবনের বাইরে ও ভেতরে থাকা লোকজনকে গুলি করে, এতে বহু প্রার্থনাকারী হতাহত হন।
তবে রাজ্যটির ওউও শহরের আক্রান্ত সেইন্ট ফ্রান্সিস ক্যাথরিক গির্জায় কতোজন নিহত ও আহত হয়েছে তা জানাননি তিনি। শুধু বলেছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।