নাটোরের সিংড়ায় এক নারীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় একমাত্র অভিযুক্ত নওশাদ আলীকে (৬০) রংপুর থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন র্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন। অভিযুক্ত নওশাদ আলী সিংড়া উপজেলার শৈলমারী এলাকার মৃত ঝাড়ু মোল্লার ছেলে। র্যাবের নাটোর ক্যাম্পের কমান্ডার ফরহাদ হোসেন জানান, গত ৩১ আগস্ট রাতে সিংড়া উপজেলার শৈলমারী এলাকার বিধবা ওই নারী প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য বাইরে বের হলে প্রতিবেশী নওশাদ আলী গোপনে তার ঘরে প্রবেশ করেন। পরবর্তী সময়ে ওই বিধবা নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন. ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা এসে নওশাদ আলীকে আটক করলেও তার পরিবারের সদস্যরা তাকে ছিনিয়ে নিয়ে যান। নির্যাতিত ওই নারী গত ২ সেপ্টেম্বর বাদী হয়ে সিংড়া থানায় মামলা করলে পলাতক ছিলেন নওশাদ। ফরহাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে অভিযুক্ত নওশাদকে রংপুর শহরের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে সিংড়া থানায় হস্তান্তর করা হয়.