Friday , December 13 2024
Breaking News

নেত্রকোনায় ৪ লাখ ১৫ হাজার শিশু করোনা টিকার আওতায়

রোনা ভাইরাস প্রতিরোধে নেত্রকোনায় ৫ থেকে ১১ বছর বয়সের শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার চার লাখ ১৫ হাজার শিশু এই টিকার আওতায় রয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে শহরের নাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১০টি উপজেলায় একযোগে ৪৮টি টিকা দান কেন্দ্রে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দেওয়া হবে টিকা। চলবে ১২দিন পর্যন্ত। 

জেলার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া বলেন, ‘নেত্রকোনার চার লাখ ১৫ হাজার শিশুদের এই টিকা কার্যক্রমের আওতায় আনা হবে।’

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে টিকাদান কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শফিউর রহমান, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার প্রমুখ।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.