Friday , September 13 2024
Breaking News

প্রণব মুখার্জির কিডনির উন্নতি

২০ দিন চলছে হাসপাতালে চিকিৎসাধীন প্রণব মুখার্জি। গভীর কোমায় থাকা ভারতের সাবেক রাষ্ট্রপতির উল্লেখযোগ্য উন্নতি দেখা না গেলেও কিডনির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বলা হয়েছে, ভেন্টিলেটর সাপোর্ট এখনই সরানো যাচ্ছে না। তবে শরীরের রক্ত সঞ্চালন স্থিতিশীল আছে।

দিল্লির সেনা হাসপাতালের পক্ষ থেকে আজ শনিবার এসব তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, প্রণব মুখার্জির রেনাল প্যারামিটারের উন্নতি হয়েছে। তবে এখনও ফুসফুসের চিকিৎসা চলছে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে কোমাচ্ছন্ন হয়ে আছেন। তবে হার্টে রক্তচলাচল সংক্রান্ত বিষয় স্থিতিশীল।

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা প্রণব ১০ আগস্ট সকালে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য নিজেই প্রকাশ করেন। টুইট বার্তায় জানান, অন্য চিকিৎসা নিতে হাসপাতালে গেলে তার করোনা পরীক্ষা করা হয়। এতে শরীরে এ ভাইরাস শনাক্ত হয়। পরে রাতে জানা যায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে তার।

পরদিন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, গুরুতর অবস্থায় সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দিল্লি সেনানিবাসের আর্মি হাসপাতালে আনা হয়। পরীক্ষায় তার মস্তিষ্কে জমাটবাঁধা তরল শনাক্ত হলে তাকে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়। অস্ত্রোপচারের পরও তিনি ভেন্টিলেটর সাপোর্টে গুরুতর অবস্থায় রয়েছেন। তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতিও মিলেছে।

About Banglar Probaho

Check Also

আর্থিক সংকটে বেসামাল ইউরোপ কি ইউক্রেনের পাশ থেকে সরে যাবে

ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এককাট্টা হয়েছিলেন ইউরোপের দেশগুলোর নেতারা। …

Leave a Reply

Your email address will not be published.