বাংলার প্রবাহ রিপোর্ট: পটুয়াখালীর কলাপাড়ায় দৃষ্টি প্রতিবন্ধী এক তরুণীকে সাত মাস ধরে লাগাতার ধর্ষনের অভিযোগে কাদের প্যাদা (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় দৃষ্টি প্রতিবন্ধী ওই তরুণীর পিতা বাদী হয়ে কাদের প্যাদা ও হনুফা বেগম নামে এক নারীকে আসামি করে মহিপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পুলিশ গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলী গ্রামের নিজ বাড়ি থেকে ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ কাদের প্যাদা প্রায় সময়ই প্রতিবেশী ওই দৃষ্টি প্রতিবন্ধী তরুণীর বাড়িতে আসা যাওয়া করতো। এক পর্যায়ে ওই বৃদ্ধের সাথে ওই তরুণীর সখ্যতা গড়ে ওঠে। পরে ওই বৃদ্ধ ইউনিয়ন পরিষদের বরাদ্ধকৃত সুবিধা পাইয়ে দেয়াসহ নানা প্রলোভন দেখিয়ে দীর্ঘ সাত মাস ধরে অসহায় তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে আসছে।
মহিপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলার প্রবাহ/এস এম হক