Friday , December 13 2024
Breaking News

‘প্রত্যাশাই নতুন স্বপ্ন দেখায়’

দল ভালো করছে, রান পাচ্ছেন নিজেও। ২০২৩ টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব জিতে এসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানার লক্ষ্য এবার এশিয়া কাপ জয়। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল শুরু হতে যাওয়া সাত দলের টুর্নামেন্টের আগে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই বলেছেন নিগার সুলতানা—

আপনার দল টানা জয়ের মধ্যে থেকে এশিয়া কাপ খেলতে যাচ্ছে। অধিনায়ক হিসেবে বিষয়টি নিশ্চয়ই স্বস্তির…

নিগার সুলতানা: দল যখন ভালো করে তখন সেটার চেয়ে স্বস্তিদায়ক আর কিছু হতে পারে না। অধিনায়ক হিসেবে আমার বিশ্বাস, দলটা এশিয়া কাপের আগে খুব ভালো একটা জায়গায় আছে। আর এই দল অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। তাই আমাদের বোঝাপড়াও বেশ ভালো। দিনে দিনে আমরা পারফরম্যান্সে ভালো উন্নতি করেছি। দলটা ঐক্যবদ্ধ, সবাই ভালো করার জন্য মুখিয়ে আছে।

এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রত্যাশার চাপ কতটা অনুভব করছেন?

নিগার: আমি মনে করি, মানুষের প্রত্যাশা কখনো চাপ নয়। কারণ, প্রত্যাশাই নতুন স্বপ্ন দেখায়। এখন সবাই এশিয়া কাপ নিয়ে ইতিবাচক আছে। আমি এবারও টুর্নামেন্টে বাংলাদেশকেই এগিয়ে রাখব। দেশের মাটিতে এশিয়া কাপ, আমাদের চেষ্টা থাকবে আমরা যেন ঘরের মাটিতে ট্রফি রাখতে পারি।আরও পড়ুন১৩ ধাপ এগোলেন সানজিদা, ফারজানা সাত ধাপ

ভারত বরাবরই এশিয়া কাপের ফেবারিট দল। এবারও ইংল্যান্ড থেকে তারা আসছে সিরিজ জিতে। ভারতের সম্ভাবনা কেমন দেখছেন?

নিগার: শুধু ভারতকেই কিন্তু ভালো দল বলা যাবে না। শ্রীলঙ্কা আছে, পাকিস্তান আছে। থাইল্যান্ডও টি-টোয়েন্টিতে ভালো ক্রিকেট খেলছে। বাকি যে দুই দল আছে, তারাও খারাপ করছে না। টি-টোয়েন্টিতে কখন কী হয়ে যায় আপনি বলতে পারবেন না। নির্দিষ্ট দিনে যারা ভুল কম করে, তারাই কিন্তু জিতবে। আমি নিজেদের ফাইনালে দেখতে চাইব। তারপর যে-ই আসুক না কেন, সেটা গুরুত্বপূর্ণ নয়।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.