Friday , October 4 2024
Breaking News

ফেসবুকের অনেক স্ট্যাটাস একসঙ্গে ডিলিট করবেন যেভাবে

বাংলার প্রবাহ রিপোর্ট: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমটি নতুন একটি টুল নিয়ে এসেছে, যার মাধ্যমে পুরনো অনেক পোস্ট ডিলিট করা যাবে একসঙ্গে।

যেভাবে অনেক পোস্ট একসঙ্গে ডিলিট করবেন-

একসঙ্গে অনেক পোস্ট ডিলিটের কাজটি ডেস্কটপে ফেসবুক ব্যবহার করে ডিলিট করা যাবে না। এটি শুধু ফেসবুকের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ থেকেই করা যাবে।

  • প্রথমে ফেসবুক অ্যাপ চালু করে, সেখান থেকে প্রোফাইলে গিয়ে ডান পাশে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করতে হবে।
  • এরপর Activity Log থেকে Manage Activity অপশনে যেতে হবে।
  • নতুন পেজ এলে Your Posts অপশনটি সিলেক্ট করতে হবে।
  • যে পোস্টগুলো ডিলিট করবেন, সেগুলো বেছে নিয়ে বামদিকে থাকা Trash বাটনে ক্লিক করতে হবে। চাইলে পোস্টগুলো সংরক্ষণ করতে অৎপযরাব অপশনটিও বেছে নেয়া যাবে।

বাংলার প্রবাহ/সুমন

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.