বগুড়ায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান চালিয়ে ৩১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানকালে দুই জনকে মাদক সেবনের দায়ে ৬ মাসের জেল ও জরিমানা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দু’টি ফার্মেসিকে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বগুড়া জেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বগুড়া জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে মামলা দায়ের হয় ১২টি। অভিযানে দুই মাদকসেবীকে মাদকসেবনের দায়ে ৬ মাসের জেল ও ১ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাছিম রেজা। লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ৩টি মামলায় তিন প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিমুজ্জামান ও পাপিয়া সুলতানা।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার দায়ে ২টি ফার্মেসিকে ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম চৌধুরী ও রোমানা রিয়াজ।