ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, এ বছরের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক কৌশলগত অবস্থানে নিয়ে যেতে চায় এ দেশটি। এ ছাড়া শিগগিরই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি ট্যুরিস্ট ভিসা খুলে দেয়ার আশ্বাস দেন তিনি।
শনিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উদ্যাপনের অংশ হিসেবে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত কনসার্টে এসব কথা বলেন তিনি।
৫০ বছর পূর্তি উদ্যাপনে শনিবার সন্ধ্যায় আয়োজিত কনসার্ট মাতিয়ে তোলে জাপানের প্রখ্যাত অরকেস্ট্রা ব্যান্ড আউন জে। জনপ্রিয় সাদা সাদা কালা কালা গানের সঙ্গেও বাজান তারা।
এ ছাড়া রবীন্দ্রসংগীতের সঙ্গে ঐতিহ্যবাহী জাপানি বাদ্যযন্ত্রের পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে তোলে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী একেএম শাহজাহান কামালসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। দুই ঘণ্টার পরিবেশনায় জাপানি ঐতিহ্যবাহী সুরের মূর্ছনায় বিমোহিত হন বিপুল দর্শক।