এএফসি অনুর্ধ-২০ বাছাই ফুটবলে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে বাংলাদেশ যুব জাতীয় দল। শনিবার রাতে বাহরাইনের ইসা শহরের শেখ আলি বিন মোহাম্মদ বিন খলিফা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক ও শক্তিশালী বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজের দেশ। পুরো ম্যাচে বাংলাদেশের গোলরক্ষক ও ডিফেন্ডারদের লড়াকু পারফর্মেন্স প্রশংসিত হয়েছে। দৃঢ়চেতা পারফর্মেন্সের কারণে বাহবা পাচ্ছে বাংলার যুবারা। আত্মবিশ্বাসী এই পারফর্মেন্সে সঙ্গী করে আজ রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিরুদ্ধে খেলবে বাংলাদেশ অনুর্ধ-২০ দল।
ম্যাচে প্রভাব বিস্তার করে খেলে স্বাগতিক বাইরাইন। ৬৪ শতাংশ বল দখলে রেখেছিল তারা। কিন্তু বাংলাদেশের রক্ষণভাগ ভেদ করতে পারেনি। ম্যাচে বাংলাদেশও বলার মতো একটি সুযোগ সৃষ্টি করেছিল। তবে কাজে লাগাতে পারেনি। একটি কর্নার থেকে গোল আদায় করতে পারেনি। ম্যাচের শেষদিকে বাহরাইন গোলের জন্য মরিয়া হয়ে উঠলে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তানভীর হোসেনের দলকে। তবে বাংলাদেশের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বাহরাইন। ফিফা র্যাঙ্কিংয়ে বাহরাইন ও বাংলাদেশের অবস্থানে অনেক ফারাক।
যেখানে বাংলাদেশের অবস্থান ১৯২তম সেখানে বাহরাইন ৮৫ নম্বরে। দুদলের পার্থক্য ১০৭ ধাপ। এই দুই দেশের জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক দলের খেলা যাই হোক না কেন, মাঠের লড়াইয়ে স্পষ্ট ফেবারিট থাকে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন। কিন্তু গত পরশু রাতে বাংলার যুবারা র্যাঙ্কিংকে পাত্তা দেননি। দারুণ লড়াকু ফুটবল খেলে শক্তিশালী বাহরাইনকে রুখে দিয়ে প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন সবার। দারুণ এই পারফর্মেন্সের পর বাংলাদেশ অনুর্ধ-২০ দলের অধিনায়ক তানভীর হোসেন বলেন, আমরা কিছুদিন আগে ভারতের ভুবনেশ্বরে সাফ চ্যাম্পিয়নশিপ খেলে এসেছি। সেখান থেকে যে ফলাফল নিয়ে ফিরেছি সেটাই আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এখন আমরা মাঠে নামার আগেই হেরে যাই না। প্রতিপক্ষ যে দলই হোক মাঠে খেলি বুক চিতিয়ে। আগের চেয়ে এখনকার বাংলাদেশের অনেক পার্থক্য। বাহরাইনকে রুখে দেয়া প্রসঙ্গে যুব অধিনায়ক বলেন, আমাদের সবার প্রতিজ্ঞা ছিল ভারতে যা করেছি এখানেও সেটা করতে হবে। আমরা কিছুতেই ওদের ছেড়ে দেব না। নিজেদের শতভাগ উজার করে দেব। আল্লাহর রহমতে আমরা ভাল ফল নিয়ে মাঠ ছেড়েছি।