Tuesday , October 8 2024
Breaking News

বিশ্বে করোনায় আরও মৃত্যু ৪ হাজার, শনাক্ত ২ লাখ ৪০ হাজার

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার মানুষের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজারের মতো। টানা কয়েকদিনের ধারাবাহিকতায় এদিনও সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে।

সোমবার নতুনভাবে ৮ শতাধিক প্রাণহানি রেকর্ড হওয়ায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৬৫ হাজারে। ৬৯ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত প্রায় ৩৭ লাখ মানুষ।

ব্রাজিলে ৬ শতাধিক মৃত্যুতে প্রাণহানি ১ লাখ সাড়ে ২১ হাজারের বেশি। আক্রান্ত ৩৯ লাখ।
এদিকে টানা ২য় দিনের মতো ৫শ’ কম মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মহামারীতে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে মৃতের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ছুঁইছুঁই। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ।

চতুর্থ দেশ হিসেবে মেক্সিকোতে প্রাণহানি ৬৫ হাজারের কাছাকাছি। সবমিলিয়ে বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লাখ ৫৪ হাজার এবং আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৬ লাখ ছাড়িয়েছে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.