সৌরভ গাঙ্গুলিকে বাদ দেয়ার পরও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে (বিসিসিআই) এখন টালমাটাল অবস্থা! মঙ্গলবার (১৮ অক্টোবর) বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এদিনই সভাপতি হিসেবে চূড়ান্ত হওয়ার কথা রজার বিনির নাম। কিন্তু তার আগেই ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুললেন তারই কর্নাটক রাজ্য সংস্থার (কেএসসিএ) দুই সদস্য।
তারা অভিযোগ তুলেছেন, বিনির মনোনয়নপত্র বৈধ নয়। কেএসসিএর দুই সদস্য এএম. রামমূর্তি এবং এন. শ্রীপতির অভিযোগ সংস্থার পরিচালন সমিতির দিকে।
তাদের অভিযোগ, গত ৩ অক্টোবর কেএসসিএর ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। আর তারপর মনোনয়ন জমা দিয়েছেন রজার বিনি। তিনি কর্নাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকেই মনোনয়ন জমা দিয়েছেন। ফলে কমিটির মেয়াদ শেষ হয়ে গেলে কীভাবে তিনি মনোনয়ন জমা করতে পারেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
একই আবেদন করেছে, হায়দরাবাদ ক্রিকেট সংস্থা এবং উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থাও। যদিও তাদের এই অভিযোগ খারিজ হয়ে গেছে। কারণ নির্বাচনী কর্মকর্তা জ্যোতি বলেন, ‘কেএসসিএর অভিযোগের ভিত্তিতে দেখা গেছে যে গত ১২ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর এ সংস্থার পক্ষ থেকে সাধারণ সভা আয়োজনের জন্য সময় চাওয়া হয় ৩১ ডিসেম্বরের আগে।
সেই অনুরোধ মেনে নিয়ে তাদের অনুমতি দেয়া হয় ডিস্ট্রিক রেজিস্ট্রার অফিস থেকে। ফলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে হবে কেএসসিএতে। এই হিসেবে দেখতে গেলে রজার বিনির মনোনয়ন অবৈধ নয়। তাই এই অভিযোগটিকে খারিজ করা হলো।
বোর্ডের নির্বাচনী কর্মকর্তা আবার সব তথ্য খতিয়ে দেখে জানিয়েছেন, রজার বিনির মনোনয়ন বা সভাপতি নির্বাচিত হওয়া নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ, সর্বসম্মতিক্রমে তার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া সময়ের অপেক্ষা।