Friday , October 4 2024
Breaking News

বুয়েটে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন করেছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ‘শেখ রাসেল দিবস ২০২২’ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন এসময় উপস্থিত ছিলেন।

শেখ রাসেলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে আলোচনা শুরু করা হয়। এসময় বুয়েটের শিক্ষকবৃন্দ শেখ রাসেলের ১১ বছরের ক্ষুদ্র জীবনের উপর আলোচনা ও স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে ১৫ আগস্টে নিহত শিশু শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। পরে মাঠের উত্তর-পূর্বে নারিকেল গাছের চারা রোপন করার মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন। এসময় অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, হল প্রভোস্টবৃন্দ ও সহকারী প্রভোস্টবৃন্দ, বিভিন্ন দপ্তরের পরিচালকবৃন্দ, অফিস, ইনস্টিটিউট ও সেন্টার প্রধানগণ, ছাত্র-ছাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.