বেলুনে ঝুলে প্রায় ২৫ হাজার ফুট (৭,৬০০ মিটার) উচ্চতায় ওঠার দুঃসাহসী কীর্তি গড়লেন যুক্তরাষ্ট্রের এক নাগরিক। বুধবার অ্যারিজোনার মরুভূমি এলাকা থেকে যাত্রা শুরু করেন ডেভিড ব্লেইন। সঙ্গে ছিল প্যারাস্যুট ও অক্সিজেন মাস্ক।
মাটিতে নেমে আসার পর ৪৭ বছরের ব্লেইনের প্রতিক্রিয়া, এটা জাদুর মতো। আমার মনে হয়েছে যেন বাতাসে ভেসে বেড়াচ্ছি।
বেলুনের সাহায্যে ব্লেইনের উড়ার ভিডিও লাইভ সম্প্রচার করা হয়। যা নতুন রেকর্ড গড়েছে বলে জানিয়েছে ইউটিউব। ৭ লাখ ৭০ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছে।
স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় ৫০টি হিলিয়াম বেলুন একত্রে বেঁধে উড়তে শুরু করেন ব্লেইন। ৩০ মিনিট পর প্যারাসুটের সহায়তায় নিরাপদে মাটিতে নেমে আসেন তিনি। এ স্ট্যান্টটি করার জন্য দুই বছর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। বিমান চালনাও শিখেছেন।