Saturday , December 21 2024
Breaking News

ব্রাহ্মণবাড়িয়ায় ঝুলন্ত লাশ উদ্ধার সাবেক বিজিবি সদস্যের

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রফিকুল ইসলাম (৯০) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবির সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতে গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের দক্ষিণ পাড়ার তিন সন্তানের বাবা রফিকুল ইসলাম ৩২ বছর আগে বিজিবির (তৎকালীন বিডিআর) সুবেদার পদ থেকে অবসর নেন। পারিবারিক ও আর্থিক সমস্যার কারণে নিজ বাড়ির পাশে একটি নিম গাছের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অনেকে ধারণা করছেন।

এ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে আছে।
নবীনগর থানার এসআই মনির হোসেন বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, বেশ কিছুদিন যাবৎ মানসিক চাপে ছিলেন রফিকুল ইসলাম। অভাব অনটনের মধ্যে চলছিল তার সংসার, তখন তাকে খুব চিন্তিত দেখছি। হয়তো সেসব কারণ থেকে আত্মহত্যা করে থাকতে পারেন।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.