বাংলার প্রবাহ রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা এলাকা থেকে নিখোঁজ দুই বছরের শিশু সিফাত মোল্লাকে তিনদিন পর মঙ্গলবার দিবাগত ভোর রাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হাট চরকাজী মোখলেছ এলাকা থেকে উদ্ধার করেছে চরজব্বর থানা পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- ফারুক ও আনোয়ার। তবে রূপালী নামে একজন পালিয়ে গেছেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল (তদন্ত) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চরকাজী মোখলেছ গ্রামের ফারুক ও তার স্ত্রী রূপালী বেগম আখাউড়া থানার অপহৃত শিপন মোল্লাদের বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন গত ৬ সেপ্টেম্বর ফারুক ও তার স্ত্রী রূপালী তাদের দুই বছরের শিশু সিফাত মোল্লা অপহরণ করে নোয়াখালীর সুবর্ণচরে হাট চরকাজী মোখলেছ এলাকায় নিয়ে যান এবং তার পিতা-মাতা মোবাইলের মাধ্যমে মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় সিফাতের বাবা আখাউড়া থানায় শিশু অপহরণের মামলা করেন। পরবর্তীতে আখাউড়া থানার এসআই হাবিবুর রহমান চরজব্বর থানা পুলিশের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে। ভোর রাতে তাদের আখাউড়া থানা পুলিশ গ্রেফতার করে।
বাংলার প্রবাহ/সুমন