Wednesday , September 11 2024
Breaking News

ভূমধ্যসাগরে ১১ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১২

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকাডুবির পর ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে ১২ জন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নৌকাটিতে মোট ৩৭ শরণার্থী ছিল। যার মধ্যে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নৌকাটি ডুবে গিয়েছিল। তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার (১১ সেপ্টেম্বর) জানায়, শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে আরও পাঁচটি মরদেহ উদ্ধার করলে মৃতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

শরণার্থীরা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছার চেষ্টা করেছিল।

চলতি বছর এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভূমধ্যসাগর থেকে ৪৭০ অবৈধ অভিবাসী উদ্ধার

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইনস্টিটিউট অব মাইগ্রেশনের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এক ‍হাজার ৩৩ শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছে বা নিখোঁজ হয়েছে।

সাধারণত তিউনিসিয়া, মিসর ও বাংলাদেশের শরণার্থীরা এ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.