বাংলার প্রবাহ রিপোর্ট: সৌদি আরবে শুরু হচ্ছে আংশিক আন্তর্জাতিক ফ্লাইট। রবিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়- ১৫ সেপ্টেম্বর থেকে চালু হবে বিমান চলাচল।
প্রথম ধাপে, সরকারি ও সামরিক খাতের কর্মকর্তা, কূটনীতিক ও তাদের পরিবার পাবে ভ্রমণ সুবিধা। এছাড়া যারা বিদেশে কর্মরত, ব্যবসায়ী, জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগী, বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থী এবং ক্রীড়া সদস্যরাও তালিকার আওতাভুক্ত।
তবে পর্যটক এবং জিসিসিভূক্ত দেশগুলোর নাগরিকদের সৌদি প্রবেশের ক্ষেত্রে অবশ্যেই করোনা নেগেটিভ হওয়ার প্রমাণ দিতে হবে। ২০২১ সালের ১ জানুয়ারির পর জল, স্থল ও বিমান পথে চলাচলে ভ্রমণ নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করবে সৌদি আরব।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে সৌদি আরব। দেশটিতে মারা গেছেন ৪ হাজারের বেশি মানুষ। সূত্র: ইউএসনিউজ, দ্য স্টার
বাংলার প্রবাহ/এস এম হক