আসন্ন জাতীয় নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি ৯৭ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। খবর দ্য গার্ডিয়ান’র।
মাহাথির জানান, মালয়েশিয়ায় ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অরগানাইজেশনবিরোধী বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি। মালয়েশিয়ার বর্তমান পার্লামেন্টের মেয়াদ ২০২৩ সালের ১৬ জুলাই স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হওয়ার আগেই দেশটির পার্লামেন্ট ভেঙে ১৫তম সাধারণ নির্বাচনের পথ প্রশস্ত করতে খুব শিগগিরই বৈঠকে বসবেন শীর্ষ রাজনৈতিক নেতারা। যেখানে শীর্ষ পাঁচ নেতা প্রথমে বৈঠক করবেন। এরপর বৈঠক করবে রাজনৈতিক ব্যুরো ও সুপ্রিম কাউন্সিল।