Friday , October 4 2024
Breaking News

মেসি বার্সেলোনা ছাড়ছেন যেসব কারণে

২০ বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন মেসি। বার্সেলোনা ছাড়তে চান এই আর্জেন্টাইন তারকা। বার্সাকে জানিয়ে দিয়েছেন, এই ক্লাবে আর থাকবেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন জাদুকর। কিন্তু কেন এই বন্ধন ছিন্ন করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি?

একাধিক কারণ আলোচনায় আসছে। মূলত, ক্লাব সভাপতি বার্তোমেউয়ের সাথে দ্বন্দ্বের জেরেই এই সিদ্ধান্ত। মেসির চুক্তি নবায়নের বছরই ক্লাবে তার কাছের বন্ধুদের একজন নেইমারকে পিএসজির কাছে ছেড়ে দেয় বার্সেলোনা। ২০১৯ সালে নেইমার পারিশ্রমিক কমিয়ে হলেও বার্সার ফিরতে চান। মেসি নিজেই ক্লাব সভাপতি বার্তোমেউকে নেইমারকে ফেরান আহ্বান জানান। কিন্তু প্রতিশ্রুতি দেবার পরও নেইমারকে দলে নেয়নি বার্সেলোনা সভাপতি। উল্টো তার মতের বিরুদ্ধে নেয়া হয় আতোয়ান গ্রিজম্যানকে।

এদিকে, মৌসুমের শুরুতে লম্বা ইনজুরিতে পড়া লুইস সুয়ারেজের বিকল্প হিসেবে বিশ্বমানের স্ট্রাইকার চেয়েও পাননি মেসি।
নতুন কোচ রোনাল্ড কোম্যান দায়িত্ব নিয়েই মেসির সবচেয়ে কাছের বন্ধু লুইস সুয়ারেজকে বলে দিয়েছেন ‘না’।

এছাড়া, ২০১৯ সালে লুইস এনরিকের বিদায়ে পর কোচ নিয়োগ নিয়েও একমত হতে পারেনি মেসি-বার্সা।

About Banglar Probaho

Check Also

দেশে আসছেন না সাকিব, অস্ট্রেলিয়া থেকে যাবেন যুক্তরাষ্ট্রে

বাংলাদেশ সময় আজ দিনগত রাতেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামীকাল …

Leave a Reply

Your email address will not be published.