Wednesday , March 19 2025
Breaking News

মোহাম্মদপুরে প্রাইভেটকারের ধাক্কায় বৃদ্ধা নিহত

বাংলার প্রবাহ রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় নুরজাহান বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নুরজাহানের ছেলে মো. আমির হোসেন জানান, ঘটনার সময় তার মা নুরজাহান কাদিরাবাদ হাউজিং এলাকায় বাজারে গিয়েছিলেন। পরে জানতে পারি প্রাইভেটকারের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলার প্রবাহ/এস এম হক

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.