বাংলার প্রবাহ রিপোর্ট: রাজধানীর ডেমরা থানা এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) রমনা বিভাগের একটি দল। এসময় ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- জাহাঙ্গীর (৪৫) ও আরিফ (২৮)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মো. ওয়ালিদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ডেমরা থানা এলাকার স্টাফ কোয়ার্টার টু রামপুরা রোডের মীরপাড়া থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলার প্রবাহ/এস এম হক