Sunday , December 22 2024
Breaking News

রানির রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার

রানি দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় অন্ত্যেষ্টিক্রিয়া সোমবার (১৯ সেপ্টেম্বর)। শেষ শ্রদ্ধা জানাতে ঢল নেমেছে সাধারণ মানুষের। ওয়েস্টমিনস্টার হলে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আরও ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিশ্বনেতারা।

ওয়েস্টমিনস্টার হলে একে একে ঢোকেন বিশ্বনেতারা। রোববার (১৮ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের দেখা যায় ওয়েস্টমিনস্টার হলে। একই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যান রানির প্রতি শ্রদ্ধা জানাতে। ওয়েস্টমিনস্টার হলে তার সঙ্গে যান ছোট বোন শেখ রেহানা। সোমবার রানির শেষকৃত্যানুষ্ঠান, তাই শেষ শ্রদ্ধা জানাতে অংশ নিয়েছেন অন্তত দুইশ দেশের নেতারা।

রয়টার্সের ভিডিওতে দেখা যায়, রোববার ওয়েস্টমিনস্টার হলে ঢুকে ব্যালকনিতে দাঁড়িয়ে রানির মরদেহের সামনে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন, ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা, স্পেন ও সুইডেনের রাজাকেও রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে দেখা যায়। পরে একটি শোক বইয়ে স্বাক্ষর করেন বাইডেন, জিল বাইডেন ও ওলেনা জেলেনস্কা।

আরও পড়ুন: শতাধিক সিনেমা হলে দেখানো হবে রানির শেষকৃত্যানুষ্ঠান

এদিন রাতে হাজার হাজার ব্রিটেনবাসীর সঙ্গে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস ও তার স্বামী ওয়েস্টমিনস্টার হলে রানির প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। যুক্তরাজ্যজুড়েই এ নীরবতা পালন করা হয়। ওয়েস্টমিনস্টার হল, উইন্ডসর কাসলের সামনে উপস্থিত হন কয়েক হাজার মানুষ।

এদিকে রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে বেড়েই চলেছে মানুষের ভিড়।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.