Tuesday , October 8 2024
Breaking News

রাষ্ট্রপতি মাদারীপুরের দত্তপাড়ায় আসছেন আজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মাদারীপুর জেলার শিবচরের দত্তপাড়ায় আসছেন আজ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে বিকালে তিনি শিবচরের দত্তপাড়ায় আসবেন। তাঁর আগমন উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ (শুক্রবার) বিকালে ঢাকায় ফেরার পথে তিনি শিবচরের দত্তপাড়ায় আসবেন। এখানে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) কবর জিয়ারত করবেন। ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ এবং দৃষ্টিনন্দন কলেজ মসজিদ পরিদর্শন করবেন তিনি।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে গত কয়েক দিন ধরেই এলাকায় পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক দত্তপাড়ায় রাষ্ট্রপতির আগমন ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। রাষ্ট্রপতি শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, জেলা পুলিশের পক্ষ থেকে সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় সার্বক্ষণিকভাবে মোতায়েন করা হয়েছে পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। রাষ্ট্রপতির আগমন স্থলে জনসাধারণের চলাচলও সীমিত করা হয়েছে।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.