Friday , December 13 2024
Breaking News

রিয়ার সুশান্ত ছাড়াও আরেক নায়কের সাথে সম্পর্ক ছিল

বাংলার প্রবাহ রিপোর্ট: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতই নন, বলিউডের একাধিক নামী ব্যক্তির সঙ্গে পরিচয় ছিল রিয়া চক্রবর্তীর। সুশান্ত ছাড়াও আরও এক নায়কের সঙ্গে সম্পর্ক ছিল রিয়ার!

ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের সময়ে রিয়া এনসিবি-র গোয়েন্দাদের জানান যে, সুশান্তের লোনাভালার ফার্মহাউসে নিয়মিত মাদকের আসর বসত এবং বলিউডের অনেক তারকা সেখানে আসতেন। সেই সূত্রেই বলছে, সুশান্ত ছাড়াও আরো এক নায়কের সঙ্গে সম্পর্ক ছিল রিয়ার।

রিয়া ও মহেশ ভাটের সম্পর্কটা ঠিক কী রকম? মহেশ কি রিয়ার গডফাদার? তারা কি ভালো বন্ধু? নাকি নেহাতই সন্তানস্নেহে রিয়াকে দেখেন মহেশ? এমন প্রশ্ন আগে ওঠলেও এই অভিনেতার কথা কিন্তু খুব একটা শোনা যায়নি। সুশান্তর মৃত্যুর সূত্র ধরে রিয়ার কললিস্ট চেক করতে গিয়ে এই তারকার নাম ওঠে এসেছে। তার সঙ্গে গত এক বছরে ২৩ বার কথা হয়েছিল রিয়ার। রিয়ার প্রাক্তন প্রেমিকও নাকি তিনি। মহেশের সঙ্গে এই অভিনেতার ভালো সম্পর্ক। সম্প্রতি ‘সড়ক ২’ ছবিতে তাঁকে দেখাও গেছে। ‘আশিকি-২’-এর নায়কও তিনি।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, রিয়ার সঙ্গে তার আলাপও কর্মসূত্রেই ২০১২ সাল নাগাদ। কারণ দু’জনেই ছিলেন ভিডিও জকি। তার নাম আদিত্য রয় কপুর। আদিত্যর সঙ্গে ২০১৪ সালের দিকে রিয়ার নাম জড়িয়েছিল। তাদের নানা অনুষ্ঠানে এক সঙ্গে দেখাও গেছে। পাপারাজ্জি দেখলেই নাকি তারা এড়িয়ে চলতেন। এ নিয়ে বলিউডের বেশ কয়েকটি পত্রিকা ও সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। রিয়াকে এই নিয়ে প্রশ্ন করা হলে যদিও তিনি বার বার বলতেন, আদিত্য শুধুই তার ভালো বন্ধু।

এরপরে একটা ইভেন্টে পরস্পরের হাত ধরে দু’জনে ধরাও পড়েছিলেন পাপারাজ্জিদের ক্যামেরায়। রিয়া এর পরেও বলেছেন, আদিত্যর সঙ্গে তিনি মোটেও ডেট করেননি। আদিত্য ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, থাকবেনও।

প্রতিবেদনে আরো বলা হয়, ২০১৪ সালে মুক্তি পায় ‘সোনালি কেবল’। শোনা যায়, সেই সময় আরও ঘনিষ্ঠতা বেড়েছিল দু’জনের। ‘আশিকি-২’ ছবির সময় আদিত্যর সঙ্গে নাম জড়ায় শ্রদ্ধা কপুরের। প্রাথমিকভাবে ‘সোনালি কেবল’ করার আগে রিয়ার শর্ত ছিল, তিনি কোনো লিপ লক দৃশ্যে অভিনয় করবেন না। কিন্তু শ্রদ্ধার নাম জড়াতেই আদিত্যর ওপর নাকি স্রেফ ‘প্রতিশোধ’ নিতে চুম্বনদৃশ্যে অভিনয় করেন তিনি। শোনা যায় এর পর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আদিত্যকে পুরস্কার দেওয়ার জন্যও মঞ্চে উঠতে চাননি রিয়া। তবে প্রকাশ্যে রিয়ার বক্তব্য ছিল, যখন তাদের ব্যস্ততা কম ছিল, দুই বন্ধু এক সঙ্গে মলে ঘুরতে গিয়েছিলেন। সিনেমা দেখেছেন।

রিয়ার দাবি, এক সঙ্গে শপিংও করেছেন দুই বন্ধু। কিন্তু প্রেমের সম্পর্ক কখনোই ছিল না। আদিত্যর সঙ্গে একটা রোম্যান্টিক ছবিতে অভিনয় করে এ জাতীয় গুজবের জবাব দেবেন রিয়া, এমন কথাও বলেছিলেন ‘জালেবি’ অভিনেত্রী। বন্ধু হিসেবে আদিত্যকে পছন্দ করেন, তাই তাদের দু’জনের নামে কেউ রটনা করলে তাদের কিছু যায় আসে না, এ কথাও উল্লেখ করেন রিয়া একটি সাক্ষাৎকারে। সূত্র: আনন্দবাজার।

বাংলার প্রবাহ/এস এম হক

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.