বাংলার প্রবাহ রিপোর্ট: মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে যখন প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়, তখন দেশটির আদেন শহরের একজন চিকিৎসক বাদে অন্যরা পালিয়ে যান। মূলত করোনাভাইরাসের ভয় ও পিপিই সংকটের কারণে তারা পালিয়ে যান। খবর বিবিসি।
কেবল ডা. জোহা ওই শহরে থেকেছেন করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য। মহামারির এই ছয় মাস ইয়েমেনের মানুষ কিভাবে পার করছে, তা জানার জন্য বিবিসির সংবাদদাতা আদেন শহরে যান। শহরটিতে যাওয়ার পর বিষয়টি জানতে পারেন তিনি।
জানা গেছে, গত ছয় মাসে জটিল-কঠিন রোগে আক্রান্ত বহু রোগীকে গুরুতর অবস্থায় চিকিৎসা দিয়েছেন ডা. জোহা। তার চিকিৎসায় সেরে উঠেছে বহু রোগী।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে মাত্র দুই হাজার ১১ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ২১২ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় আছেন ২১৬ জন। মোট পাঁচশ ৮৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে দেশটিতে।
সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই কোটি ৯১ লাখ ৮০ হাজার ৯০৫ জন। আর প্রাণহানি ঘটেছে নয় লাখ ২৮ হাজার ২৬৫ জনের।
বাংলার প্রবাহ/এস এম হক