পাকিস্তানের পেস আক্রমণের নেতা শাহিন শাহ আফ্রিদি হাঁটুর চোটে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরে। ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি এশিয়া কাপেও। এখনও সেরে না উঠলেও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের স্কোয়াডে আছেন এই ফাস্ট বোলার। তবে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপে এই তারকাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।
পাকিস্তানের সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার পুরোপুরি ফিট না হলে শাহিনকে নিয়ে ঝুঁকি না নেয়ার পরামর্শ দিয়েছেন। তবে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা শোনালেন আশার বাণী। তিনি জানান, তার সঙ্গে শাহিনের কথা হয়েছে। আসন্ন বিশ্বকাপের জন্য ১১০ ভাগ ফিট আছেন বলেও জানিয়েছেন এই তারকা বোলার।
রমিজ রাজা বলেন, ‘দুই দিন আগে ওর সঙ্গে আমার কথা হয়েছে। খুব ভালো উন্নতি হয়েছে। ওর চিকিৎসকরা আমাকে ভিডিও পাঠিয়েছেন। এই মুহূর্তে ৯০ শতাংশ ঠিকঠাক। তারা আশা করছেন বিশ্বকাপের আগে প্রস্তুত হয়ে যাবে।’
বিশ্বকাপে পাকিস্তানের বোলিংয়ের বড় ভরসা শাহিন আফ্রিদি। সময়ের অন্যতম সেরা এই বোলারের অভাবে এশিয়া কাপে বেশ ভুগেছে পাকিস্তান। তাই বিশ্বকাপের আগে তার সেরে ওঠা নিয়ে পাকিস্তান সমর্থকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়ছে দিনে দিনে। তবে সম্প্রতি সমর্থকদের দুশ্চিন্তা কমাতে নিজে থেকেই উদ্যোগ নিয়েছেন ২২ বছর বয়সী পেসার। অনুশীলন শুরু করার একটা ছোট ভিডিওবার্তা নিজের টুইটারে পোস্ট করেন শাহিন। সে ভিডিও দেখে কিছুটা হলেও হাসি ফুটেছে পাকিস্তান সমর্থকদের মুখে।
ইনজুরি পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে চালাতে এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন শাহিন। সেখান থেকেই সেই ভিডিওবার্তা পোস্ট করেন এই বাঁহাতি। তাতে দেখা যায়, কম রানআপ নিয়ে বোলিং করছেন এই ফাস্ট বোলার। উইকেট দেখা না গেলেও ভিডিওতে শোনা যাচ্ছে উইকেট ভাঙার শব্দ।
এদিকে, পিসিবি প্রধান বলেছেন, বিশ্বকাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত শাহিনকে পেতে কোনো ঝুঁকি নিচ্ছেন না তারা। তিনি আরও বলেন, হাঁটুর চোট খুব স্পর্শকাতর ব্যাপার। আমাদের মত হচ্ছে ১১০ শতাংশ ফিট না হওয়া পর্যন্ত কোনো ঝুঁকি নেব না। তবে আমি যখন শাহিনের সঙ্গে কথা বলেছি, ও বলছিল ১১০ শতাংশ ফিট হয়ে গেছে। অস্ট্রেলিয়ায় গিয়ে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচও খেলতে চায় সে।’