সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের জানাজা-দাফনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে হবে প্রথম জানাজা।
পরে বাদ আসর বনানী কবরস্থানে হবে দ্বিতীয় জানাজা। এরপর শেখ এ্যানি রহমানকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যাংককের একটি হাসপাতালে মারা যান এ্যানি রহমান।
শেখ এ্যানি রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ। যিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।
তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি।
সংসদ সদস্য শেখ এ্যানি রহমান অনেক দিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। কয়েকদিন তিনি থাইল্যান্ডের বুমরুনগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে লাইফসাপোর্টে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।