গাজীপুরের শ্রীপুরে এক শিশুর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ওই কংকাল নিখোঁজ স্কুল ছাত্র সোহানের (১৪) বলে দাবী করেন তার পরিবার। পরিবারের দাবি প্রায় এক মাস আগে সে নিখোঁজ হয়েছিল। সে শ্রীপুর উপজেলার বহেরারচালা গ্রামের আব্বাস আলীর ছেলে। সোহান স্থানীয় আবুল প্রধান কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল।
পুলিশ ও সোহানের পিতা জানায়, গত ৩ আগষ্ট বিকেল থেকে সোহান নিখোঁজ হয়। ওই নিখোঁজের ঘটনায় শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। প্রায় এক মাস পার হলেও সোহানকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না তারা। সোমবার দুপুরে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়লার স্তুপে মানুষের কঙ্কাল দেখতে পান স্থানীয়রা। সংবাদ পেয়ে পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।
শ্রীপুর মডেল থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, কঙ্কালের পাশে পড়ে থাকা হলুদ শার্ট, জিন্সের প্যান্ট ও জুতা দেখে সোহানের কঙ্কাল বলে দাবি করেন তার বাবা আব্বাস আলী ও তার মা নাজমা বেগম। কঙ্কালটি সোহানের বলে ধারণা করলেও ডিএনএ পরিক্ষার ফলাফল ছাড়া এটি এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।