Sunday , January 19 2025
Breaking News

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচকের বিরুদ্ধে অভিযোগের পর এক মাস নিষিদ্ধ রানা

সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় সংবাদপত্রে ‘অগ্রহণযোগ্য’ মন্তব্যের পর এক মাস নিষিদ্ধ করা হয়েছে চট্টগ্রামের পেসার মেহেদী হাসান রানাকে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানার শাস্তির বিষয়টি জানিয়েছে বিসিবি।

১১ অক্টোবর ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি স্ট্যাটাস পোস্ট করেন রানা। সেখানে তিনি দাবি করেন, বিসিবির একজন নির্বাচক তাঁকে ‘এ’ দলে যোগ দিতে ফোনে জানিয়েছিলেন। কিন্তু ‘পরদিন থেকে অনুশীলন শুরু হয়ে গেলেও’ সেখানে তাঁকে রাখা হয়নি। রানার দাবি, ১০-১২ বার ফোন করার পরও ওই নির্বাচক তাঁর ফোন ধরেননি। ওই নির্বাচককে ইঙ্গিত করে রানা মন্তব্য করেন, ‘যোগ্য মানুষ যোগ্য জায়গায় না থাকলে কাজ হবে না।’ অবশ্য কোন নির্বাচকের সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল, সেটি তিনি লেখেননি। একটু পর স্ট্যাটাসটি মুছেও ফেলেন।

৫ অক্টোবর ভারত সফরের জন্য চার দিন ও এক দিনের ম্যাচের জন্য আলাদা দুটি দল ঘোষণা করে বিসিবি। কোনো সংস্করণের দলেই ছিলেন না এ বাঁহাতি পেসার।

তাঁর শাস্তির ব্যাপারে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রানার নিষেধাজ্ঞা কার্যকর হবে আজ থেকেই। ‘বিসিবিতে নিবন্ধিত কোনো ক্রিকেটারের কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয় সংবাদপত্রে এ বাঁহাতি পেসারের মন্তব্যকে অগ্রহণযোগ্য মনে হয়েছে’—জানিয়েছে বিসিবি। কঠোরভাবে তাঁকে সতর্কও করা হয়েছে।  

চট্টগ্রামের হয়ে চলমান জাতীয় লিগে প্রথম রাউন্ডে সিলেটের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন রানা। প্রথম ইনিংসে ১৫ ওভার বোলিং করে ৪৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।

এক মাসের নিষেধাজ্ঞার কারণে এবারের লিগে আর খেলা হবে না তাঁর। শেষ রাউন্ডের খেলা শুরু হবে আগামী ১৪ নভেম্বর।

ক্যারিয়ারে এখন পর্যন্ত ৩৮টি প্রথম শ্রেণি, ৩৪টি লিস্ট ‘এ’ ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন রানা। সব মিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ১৮২টি উইকেট আছে তাঁর।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.