Thursday , September 12 2024
Breaking News

সিদ্ধিরগঞ্জে মেসে রহস্যজনক বিস্ফোরণ ২ জন আহত

সিদ্ধিরগঞ্জে একটি মেস বাসায় রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে দুইজন। গুরুতর আহত একজনকে ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট এন্ড প্লাষ্টিকসার্জারী ইনিষ্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর১ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল মফিজ হোসেন মজুর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

তবে ঘটনাটি দুপুরে ঘটলেও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশসহ প্রশাসনের লোকজন ও সাংবাদিকরা খবর পায় সন্ধ্যা ৭ টায়। পরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইউসুফ (৩৫) ও নাহার (২৫) নামে দুইজনকে আটক করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল আবাসিক এলাকার মফিজ হোসেন মঞ্জুর মেস বাসায় মঙ্গলবার দুপুর ১ টায় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঐ বাসায় থাকা শাকিল (৪২) ও পাসের বাসার গৃহবধূ রানু (২৭) আহত হয়। আহতাবস্থায় শাকিল ও রানু ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট এন্ড প্লাষ্টিকসার্জারী ইনিষ্টিটিউটে চিকিৎসা নেয়। তবে চিকিৎসা শেষে রানু এলাকায় ফিরে আসলেও গুরুতর আহত শাকিল সেখানে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহত শাকিলের বাড়ি সিলেটে। ঘটনার পর থেকে বাড়ির কেয়ার টেকার নসু পলাতক রয়েছে।
আহত রানু বলেন, আমি ঐ কক্ষের পাশেই রান্নার কাজ করছিলাম। শাকিল ঐ কক্ষে ঢুকার সাথে সাথেই ঐ কক্ষে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সাথে সাথে আমার পায়ে ও তার শরীরে আগুন লেগে যায়। আমি দৌঁড়ে আমার বাসায় গেলে সেখান থেকে আমাকে পরিবার লোকজন ঢাকার শেখ হাসিনা বার্ণ ইউনিট এন্ড প্লাষ্টিকসার্জারী ইনিষ্টিটিউটে নিয়ে যায়। আমাকে প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে ছাড়পত্র দিলে আমি বাসায় আসি।

আহত শাকিল হিরাঝিল এলাকায় একটি খাবার হোটেলের মেসিয়ার হিসেবে কাজ করতো।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের (সার্কেল ক-অঞ্চল) অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীসহ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। জিজ্ঞাসাবাদের জন্য ইউছুফ (৩৫) ও নাহার (২৫) নামে ২ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানায়, সন্ধ্যায় আমারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার তদন্ত চলছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। তদন্ত শেষে বুঝা যাবে ঘটনার রহস্য।

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.