Friday , October 4 2024
Breaking News

সোনারগাঁয়ে কারখানা করছে সুইজারল্যান্ডের সিকা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কারখানা স্থাপন করছে সুইজারল্যান্ডভিত্তিক নির্মাণ রাসায়নিক উৎপাদনকারী প্রতিষ্ঠান সিকা বাংলাদেশ লিমিটেড। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারগাঁয়ের টিপরদী এলাকায় মেঘনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে (এমআইইজেড) প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন অনুষ্ঠানে প্রধান অতিথি ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া সিকা বাংলাদেশের প্রধান সঞ্জীবন রায়, সিকা এশিয়া প্যাসিফিক ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের আঞ্চলিক ব্যবস্থাপক ইউমি কানসহ বেজা, মেঘনা গ্রুপ ও সিকা বাংলাদেশের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

সুইজারল্যান্ড পণ্যের মানের সঙ্গে কখনো আপস করে না উল্লেখ করে নাতালি চুয়ার্ড বলেন, সিকা বাংলাদেশে কারখানা স্থাপন করলে একদিকে যেমন বাংলাদেশের মানুষ সহজে গুণগত মানসম্মত পণ্য পাবে, তেমনি দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভালো হবে।

২০৪১ সালের মধ্যে দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হবে জানিয়ে শেখ ইউসুফ হারুন বলেন, ইতিমধ্যে বেশ কিছু অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হয়েছে। সেগুলোর মধ্যে প্রায় সাড়ে ৩৩ হাজার একর জমি নিয়ে গঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে তিনটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে, বাকি প্রতিষ্ঠানগুলো শিগগিরই উৎপাদনে যাবে।

২০৪১ সালে উন্নত দেশের কাতারে পৌঁছাতে হলে শিল্পে বিনিয়োগ ছাড়া উপায় নেই বলে মন্তব্য করেন শেখ ইউসুফ হারুন। তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশ হব, তার অন্যতম উপায় হবে শিল্পায়ন। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী ৫০টি প্রতিষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করবেন।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ ইউসুফ বলেন, ‘অর্থনৈতিক অঞ্চলগুলোতে গ্যাস, বিদ্যুৎ ও পানির সমস্যা নেই। সরকার স্পষ্টভাবে বলেছে, অর্থনৈতিক অঞ্চলের বাইরে যারা বিনিয়োগ করবে, তাদের সরকার গ্যাস দিতে বাধ্য নয়। যারা বাইরে বিনিয়োগ করেছেন, তাদের আহ্বান জানাব, আপনারা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করুন। গ্যাস, বিদ্যুৎ ও পানিসহ সব ধরনের সুবিধা আমরা নিশ্চিত করব।’

About Banglar Probaho

Check Also

আ.লীগ ও সহযোগীদের কাছে লোক চেয়েছে যুবলী

সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বড় জমায়েতের উদ্যোগ নিয়েছে যুবলীগ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপি যখন …

Leave a Reply

Your email address will not be published.